হাসিনা সরকারের পতনের পর তারকাদের ব্যক্তিগত হুয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট ‘আলো আসবেই’ প্রকাশ্যে আসার পর থেকেই বেশ আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী সোহানা সাবা। কারণ গ্রুপটির সক্রিয় সদস্যদের একজন ছিলেন তিনি। এরপর থেকেই তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিনেত্রীও নিজের অবস্থান তুলে ধরে বক্তব্য দিয়েছেন।
এদিকে ‘আলো আসবেই’ গ্রুপ চ্যাট ফাঁসের পর সামাজিক মাধ্যমে প্রচুর নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হচ্ছেন সোহানা সাবা। ব্রিদুপকারীদের ব্লক লিষ্টেও ফেলছেন নিয়মিত। সম্প্রতি এক পোস্টে এমনটাই মন্তব্য করলেন অভিনেত্রী।
রবিবার (০৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবেুকে নিজের একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন সাবা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘কেউ থামায়নি, ইতিহাসের পথে চলা, যুদ্ধজয়ের গল্পে আগামীর আশা জ্বলা। জানি বাঁধা আসবে, তবু থামবো না কোনদিন, দেশের জন্য আলো আনবোই আমরা, সেই দিন।’
পোস্টটি করার সঙ্গে সঙ্গে মন্তব্যের ঝড় উঠেছে।
সাবার সব পোস্ট এখন আলোচনায় উঠে আসে। নেতিবাচক মন্তব্যই বেশি চোখে পড়ে। এর আগে নিজের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসের কমেন্টে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সাবা বলেন, তার ফেসবুকের স্টেটমেন্ট কোনো পারমিশন ছাড়া পত্রিকায় বা অনলাইনে নিউজ না করতে।