বুধবারই খবরটা জানিয়েছিলেন পরিচালক রায়হান রাফি। গেল ঈদে তুমুল জনপ্রিয় হওয়া সিনেমা ‘তুফান’-এর দ্বিতীয় কিস্তি আসছে আগামী বছর। গতকাল এক ফেসবুক পোস্টে পরিচালক জানিয়েছিলেন তার নির্মিত ‘লায়ন’ আসবে ২০২৫ সালের ঈদুল ফিতরে আর ‘তুফান ২’ আসবে ঈদুল আজহায়।
আসলে কি সেটা ঘটছে?
এই ঘোষণার পর দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লায়ন’ সিনেমার চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন ‘তুফান’ নিয়ে।
কিন্তু ‘তুফান’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করা শাকিব খান একটি গণমাধ্যমকে জানিয়েছেন সে রকম কোনো সম্ভাবনা নেই।
তিনি ‘তুফান ২’ প্রসঙ্গে বলেন, “আগামী বছর কোরবানি ঈদে ‘তুফান-২’ আসবে না, কোনো সম্ভাবনা নেই।”
তিনি বলেন, ‘সিনেমাটি আসবে আরো পরে।
উল্লেখ্য, ‘তুফান’ প্রযোজনা করেছে তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, চরকি, এসভিএফ। প্রযোজকদের নিয়ে গণমাধ্যমকে শাকিব খান বলেন, ‘এই তিন প্রডাকশনের সঙ্গে নতুন আরেকটি সিনেমার বিষয়ে আলাপ চলছে।
এ ছাড়া শাকিব খান চলতি মাসে মাঝামাঝি সময়ে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।