আওয়ামী লীগ সরকারের আমলে অভিনেত্রী সোহানা সাবা সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনেছিলেন। তবে মনোনয়ন পাননি। তার কাছের বন্ধু মেহের আফরোজ শাওন। দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব।
সম্প্রতি ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের পুরনো বিভিন্ন স্ট্যাটাস শেয়ার করছেন সাবা। যেখানে কখনো সরকার এবং সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে কথা বলতে দেখা গেছে তাকে।
নিজের ফেসবুকে আসিফ নজরুলের একটি পোস্ট শেয়ার করে সাবা লিখেছেন, ‘আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে। আমি তার ফ্যানগার্ল।’
অভিনেত্রীর সেই পোস্টের কমেন্টবক্সে এসে মন্তব্য করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। যেখানে তিনি লিখেছেন, ‘খবরদার, আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না!’
সাবাও কম যান না।
জানা গেছে, প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন। কিংবদন্তি এই লেখকের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শিলা আহমেদকে বিয়ে করেছেন আসিফ নজরুল।