জন্মদিনে ভক্তদের বিরাট বড় চমক দিলেন অভিনেতা রণবীর কাপুর। শনিবার অভিনেতার ৪২তম জন্মদিনে দিলেন দারুণ এক সংবাদ। বলিউডের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ধুম ফ্র্যাঞ্জাইজির চতুর্থ কিস্তি ‘ধুম ৪’-এর মুল ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে।
কিছুদিন ধরেই ‘ধুম ৪’ নিয়ে চর্চা তুঙ্গে।
পিঙ্কভিলার প্রতিবেদনে জানা গেছে, প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছে রণবীরের। ‘ধুম ৪’-এর প্রাথমিক গল্প শুনে নিজে থেকেই অভিনয় করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন রণবীর।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজির আগের কোনও অভিনেতা ধুম ৪-এ ফিরছেন না। সব ধুমেই চরিত্রের পুনরাবৃত্তি ছিল, যাতে অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া অভিনয় করেছিলেন।
‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির খল চরিত্রদের কেন্দ্র করেই গল্প এগোয়। এর আগে এই ধরণের চরিত্রে দেখা গেছে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের মতো তারকাদের।