ডেটিং অ্যাপ এখন জনপ্রিয় হয়ে উঠেছে সবার মাঝে। সাধারণ মানুষদের পাশাপাশি তারকাদেরও এখন ডেটিং অ্যাপ ব্যবহার করতে দেখা যায়। তবে ডেটিং অ্যাপে কিনা হৃতিকের প্রোফাইল! অবিশ্বাস্য হলেও এমনটাই দাবি করেছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে উর্বশী জানিয়েছেন যে তিনি আদিত্য রায় কাপুর এবং হৃতিক রোশনের প্রোফাইল দেখেছেন ডেটিং অ্যাপে।
বলিউড অভিনেতাদের ডেটিং প্রোফাইলের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর উর্বশীর এই মন্তব্য ডেটিং অ্যাপে অভিনেতাদের থাকার কথা আরো জোরালো করেছে। উর্বশী আরো জানান যে প্রত্যেক অভিনেতাই তাদের বায়োতে ‘অভিনেতা’ লিখে রেখেছেন। তবে হৃতিকের বায়োতে লেখা, ‘অভিনেতা/ প্রযোজক/ উদ্যোক্তা।’ অর্জুন কাপুর এবং আদিত্য রায় কাপুরকে নিয়ে সেইভাবে আলোচনা না হলেও হৃতিককে নিয়ে উঠছে প্রশ্ন।
হৃতিক কিছুদিন ধরে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে ডেট করছেন। তাদের প্রকাশ্যে একসঙ্গে বহুবার দেখা গেছে। এমনকি সাবাকে অভিনেতার বাড়ির সব অনুষ্ঠানে দেখা যায়। সেটা রাকেশ রোশনের জন্মদিন হোক বা হৃতিকের দিদির বাড়ির গণেশপূজা সব কিছুতেই উপস্থিত থাকতে দেখা গেছে তাকে।