বেশ কয়েক বছর আগে নকীব খানের সুরে একটি গান করেছিলেন ক্লোজআপ ওয়ান তারকা লিজা। গানটির শিরোনাম ‘পূর্ণিমা চাঁদ’। ২০১৯ সালে গানটি রেকর্ড করা হলেও করোনা মহামারি ও লকডাউনের কারণে সে সময় ভিডিও নির্মাণ সম্ভব হয়নি। এরপর লিজার বিদেশ সফর, বিয়ে এবং সন্তানের মা হওয়ার কারণে পিছিয়ে গিয়েছিল গানের প্রকাশনা।
এর কথা লিখেছেন ড. শোয়েব আহমেদ এবং সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। সম্প্রতি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। সেখানে নকীব খানের সঙ্গে মডেল হিসেবে অংশ নিয়েছেন লিজা নিজেই।
এ আয়োজন নিয়ে নকীব খান বলেন, ‘ভালো কিছু করার নিরলস চেষ্টা আছে যাদের, সেসব তরুণ শিল্পীর সঙ্গে কাজ করার আলাদা আনন্দ আছে। লিজা তাদের একজন, যে গায়কিতে নিজেকে ভেঙে প্রতিনিয়ত নতুনভাবে তুলে ধরতে চায়। আমার সুরের গানটি যে যত্ন ও ভালোবাসা দিয়ে সে গেয়েছে– তা প্রশংসনীয়।