গত বছরের ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে চলচ্চিত্র তারকা পরীমনি ও শরিফুল রাজের। গতকাল ডিভোর্সের বর্ষপূর্তি পালন করেছেন পরীমনি। আনুষ্ঠানিকভাবে ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন সেই কথাও।
এবার আজ সন্ধ্যায় জানা গেল আরো এক খবর।
‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অভিনয় করছেন পরীমনি। এ তথ্য জানাই ছিল।
‘রঙিলা কিতাব’-এর পোস্টার প্রকাশ করে হইচই জানিয়েছে, আসছে অক্টোবরেই সিরিজটি দেখা যাবে। সিরিজের ট্যাগ লাইনে বলা হয়েছে ‘রক্তে রাঙা প্রেমের কিসসা’!
কিঙ্কর আহসানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত সাত পর্বের এই ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। পরী ছাড়াও সে সময় শোনা যায়, এতে অভিনয় করেছেন ছোট পর্দার তারকা অভিনেতা পলাশ!