ছবিটি নির্মিত হয়েছে বাংলাদেশে। অভিনয়শিল্পী থেকে পরিচালক-প্রযোজক সবাই বাংলাদেশি। এবার এই সিনেমার প্রিমিয়ার হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ছবিটির নাম  ‘মাথার ভেতর আপেলগাছ’।

জানা গেছে, এটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে র (আইএফএফএম) অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ছবিটি। যাতে ছবিটির প্রথম প্রদর্শনী হচ্ছে আগামী ২১ আগস্ট।

 

মোহাম্মদ ফজলে রাব্বি মৃধা পরিচালিত ছবিটির অন্যতম প্রযোজক আরিফুর রহমান খবরটি নিশ্চিত করেছেন।

 

এতে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, জয়িতা মহলানবিশ, এ কে আজাদ সেতু, সোহাগ মৃধা প্রমুখ। ছবির অন্যান্য কলাকুশলীর মধ্যে উল্লেখযোগ্য হলেন চিত্রগ্রাহক মনিরুল ইসলাম এবং দিব্য সমদ্দার, সংগীত এবং সাউন্ড ডিজাইন রাশিদ শরীফ শোয়েব এবং সম্পাদনায় মেহেদী হাসান খান সম্রাট।

ফজলে রাব্বী মৃধার এটি দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য ছবি। ছবির অন্যতম প্রযোজক আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘পাঁচ বছরের বেশি সময়ের একটা পথচলা এই ছবির সঙ্গে।

অবশেষে বড় পর্দায় দেখবে বিশ্ব। আমার টিমের প্রত্যেক সদস্যকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং ভালোবাসা। সম্পূর্ণ স্বাধীন প্রচেষ্টায় নির্মিত এই ছবি আমার নিজের অসম্ভব প্রিয়।’ 

 

ছবিটির প্রযোজনায় আছে গুপী বাঘা প্রডাকশনস লিমিটেড এবং ভিউজ অ্যান্ড ভিশনস। ছবিটির আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন করছে স্ক্রিনস্কোপ।