শিক্ষার্থীদের সঙ্গে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দেশের চলমান পরস্থিতি সামাল দিতে রাস্তায় থেকে ট্রাফিক কন্ট্রোল করছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এবার তাদের সঙ্গে যোগ দিলেন এই তারকা। বিষয়টি নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘জানমালের নিরাপত্তায় সড়কে ট্রাফিক পুলিশের কাজ সঠিকভাবে করতে হয়।
ইলিয়াস কাঞ্চন আরো বলেন, ‘সড়ক সামলাতে শিক্ষার্থীদের দেখলাম কেউই এক মুহূর্তের জন্য বসে নেই। কারণ দেশের মানুষের নিরাপত্তার ব্রত নিয়ে তারা মাঠে নেমেছে। তারা তাদের কাজটাকে ভালোবেসেছে।
অভিনেতা বলেন, ‘এখানে আরেকটা বিষয় খেয়াল করলাম, গাড়ির চালকরা শিক্ষার্থীদের সব নিয়ম মেনে চলছে। আর এটা তারা শ্রদ্ধা থেকেই মেনে চলছে।
সর্বশেষে ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কে শৃঙ্খলতা এনে নিরাপদ করে তুলতে হলে শিক্ষার্থীদের এ প্রয়াসটা অন্তত ২ থেকে ৫ বছর চালু রাখতে হবে। তবেই সড়কের সঠিক নিয়মগুলো মানুষের মস্তিষ্কে গেঁথে যাবে এবং রাস্তায় বের হলেই তারা নিয়ম মেনে চলবে।