দেশে ঘটে গেল সরকার পতনের ছাত্র-জনতার আন্দোলন। এই আন্দোলনে এরই মধ্যে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক মাসের বেশি সময় ধরা এই আন্দোলনে শুরু থেকেই তারকারা যোগ দিয়েছেন ছাত্রদের সঙ্গে। উৎসাহিত করেছেন তাদের।

তবে ছাত্রদের বিজয়ের পরও কাজ থেমে নেই। তার নেমে গেছে দেশ গঠনের কাজে। এখানেও উপস্থিতি আছে তারকাদের। আন্দোলনের শুরু থেকেই যুক্ত ছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
ছাত্রদের সঙ্গে যেমন রাস্তায় দাঁড়িয়েছেন, তেমনি তাদের খাওয়াদাওয়া ও থাকার ব্যবস্থাও করেছিলেন এই অভিনেত্রী।

 

আন্দোলনে সফল হওয়ার পরও থেমে নেই। রাস্তায় দাঁড়িয়েছেন ট্রাফিক কন্ট্রোল করতে। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে দেয়াল রঙিন করছেন এই অভিনেত্রী।

রাজধানীর উত্তরা ও পল্লবীতে নিজের হাতে দেয়ালে আলপনা এঁকেছেন। সেই অনুভূতি জানিয়ে কালের কণ্ঠকে তিনি বলেন, ‘নতুন করে জাতি গঠনে একটু  অবদান রাখার চেষ্টা করছি। তবে কাজ করতে গিয়ে দেখলাম আমরা দেশকে যে এত ভালোবাসতাম সেটা আগে জানতাম না। কোটা আন্দোলন কে ধন্যবাদ দিতে হয়। আন্দোলনে নেমে বুঝতে পারলাম আমি আমার দেশকে খুব ভালোবাসি।

 

তিনি আরোও যুক্ত করে বলেন, ‘এটা আসলে আমার দায়িত্ব। সব কিছু যত্ন করে রাখতে হবে আমাদেরই।’

আন্দোলনের আগে আগে বিয়ে করেছেন চমক। বিয়ের পরে বেড়াতেও গিয়েছিলেন। সংসার কেমন চলছে জানতে চাইলে চমক জানান, আন্দোলন করতে গিয়ে সংসার করার সময়ই পাচ্ছেন না।

কথা প্রসঙ্গে জানান, নতুন করে সব কিছু গুছিয়ে নিয়েছেন। অভিনয়ও শুরু করেছেন।