উপমহাদেশের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং বিশ্রাম নিলেন যেন। পুরো আগস্টে অংশ নেবেন না কোনো কনসার্টে। নাহ, কোনো ছাত্র আন্দোলনে সমর্থন নয়, তার শারীরিক অসুস্থতার কারণেই এমন সিদ্ধান্ত। অরিজিৎ নিজেই জানালেন, তিনি ভালো নেই।
অরিজিৎ সিং এদিন তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। সেখানেই তিনি লেখেন, ‘সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অসুস্থতার কারণে আমার আগস্টের সব শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি, আপনারা সবাই এই শোগুলোর জন্য দারুণভাবে অপেক্ষা করে ছিলেন।
এরপর তিনি তার পোস্টে আগস্টের বদলে সেপ্টেম্বরে কবে কোথায় শো হবে সেটা জানিয়ে দেন।
অরিজিৎ এদিন তার অসুস্থতার খবর ভাগ করতেই স্বাভাবিকভাবেই মন ভালো নেই তার অনুরাগীদের। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন তার দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন।