মা শ্রীদেবীর পথ ধরে অভিনেত্রী হিসেবে বলিউডে নিজের পোক্ত জায়গা করে নিয়েছেন জাহ্নবী কাপুর। চ্যালেঞ্জিং সব চরিত্রে হাজির হয়ে প্রশংসা কুড়াচ্ছেন সবার। চরিত্রের জন্য হাড়ভাঙা শ্রম দিতেও আপত্তি নেই তার। আপত্তি শুধু এক জায়গায়, সেটা হলো চুল!
হ্যাঁ, চুল নিয়ে কোনো আপস করতে রাজি নন জাহ্নবী।
এই শক্ত আপত্তির মূলে রয়েছে মায়ের প্রতি ভালোবাসা। জাহ্নবী বলেন, “আমার মনে আছে, ‘ধড়ক’ সিনেমার সময় আমি চুল কাটিয়েছিলাম। তখন মা সাফ বলে দিয়েছিলেন, চরিত্রের জন্য যেন চুল না কাটাই। প্রতি তিন-চার দিন পরই তিনি আমার চুলে তেল দিয়ে দিতেন।
আজ মুক্তি পেয়েছে জাহ্নবী অভিনীত নতুন সিনেমা ‘উলাঝ’।
এই সিনেমার জন্যও চুল কাটানো প্রয়োজন ছিল। তবে পরিচালক সুধাংশু সারিয়ার সঙ্গে একপ্রকার লড়াই করে চুল অক্ষত রেখেছেন অভিনেত্রী।