কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। যেকোনো মূল্যেই কোটা সংস্কার চান শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।
এবার চলমান ইস্যু নিয়ে সরব হলেন দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চার সন্তান। বুধবার (১৭ জুলাই) ফেসবুকে একটি পোস্ট করেন হুমায়ূন আহমেদের বড় ছেলে নুহাশ হুমায়ূন।
নিজের স্ট্যাটাসে নুহাশ লেখেন, ‘আমরা বড় হয়েছি মুক্তিযুদ্ধের গল্প শুনে। আজকের বাংলাদেশ তৈরির পেছনে ছাত্র আন্দোলনের ভূমিকার কথা জেনে। আমরা ছাত্রদের পাশে আছি।
নিজের লেখার নিচে চার ভাই-বোনের নামও উল্লেখ করে দেন নুহাশ হুমায়ূন। সঙ্গে নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার উত্তরসূরি হিসেবেও উল্লেখ করেন তিনি। হুমায়ূন আহমেদের বাবা ছিলেন একজন শহীদ মুক্তিযোদ্ধা।
এদিকে মঙ্গলবার চলমান আন্দোলনে সহিংসতার ঘটনায় বুধবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। বুধবারও ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারী। রাজধানী ঢাকায় জায়গায় জায়গায় চলছে সংঘর্ষ। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ ছয় জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।