প্রেমের গুঞ্জনে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনি সরকার। শোনা যাচ্ছিল, গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। দুজনের ছবি প্রায়ই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তবে বিয়ের প্রসঙ্গে উঠতেই বার বার তা কাটিয়ে গেছেন দুজনে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, প্রেমিক শোভন গাঙ্গুলিকেই বিয়ে করছেন সোহিনী সরকার।
জানা যাচ্ছে, কলকাতার বাইরে একটি ফার্মহাউজে গাঁটছড়া বাঁধবেন সোহিনী-শোভন। ১৪ জুলাই তারা দক্ষিণ ২৪ পরগণার একটি খামার বাড়িতে পৌঁছাবেন। বিয়ের পরদিন ঘরোয়া বউভাত অনুষ্ঠিত হবে।
বিয়ের আয়োজন প্রসঙ্গে আরো জানা গেছে, বিয়েতে লাল বেনারসি শাড়ি পরবেন সোহিনী এবং শোভন পরবেন ধুতি-কুর্তা। বিয়ের দিন মেনুতে থাকছে মাছ ও মাটন, তবে থাকছে না বিরিয়ানি। সকালের গায়ে হলুদের পর রেজিস্ট্রি বিয়ে হবে তাদের। আচার-অনুষ্ঠান বলতে শুধুই গায়ে হলুদ। শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে হবে এই বিয়ের আয়োজন।