ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমা নিয়ে দারুন ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। উপভোগও করছেন সমান তালে। এখন সিনেমাটি চলছে বাংলাদেশ ভারতসহ বেশ কয়েকটি দেশে। এরমধ্যে নতুন সিনেমা মুক্তির খবর দিলেন শাকিব খান।
মঙ্গলবার বিকেলে তার আসন্ন নতুন সিনেমা ‘দরদ’ এর লুক পোস্টার প্রকাশ করেন। ক্যাপশনে শুরুতে লিখছিলেন ‘চলো খেলি, সেপ্টেম্বরে বিশ্বব্যাপী লিখে’। তবে সন্ধ্যা নাগাদ পরিবর্তন করেন সেই পোস্টের। লেখেন-এখন সময় নতুন ইতিহাস তৈরীর! তবে কেন এই কারেকশন সেটা স্পষ্ট করেননি শাকিব খান।
তার এমন চ্যালেঞ্জই বলে দিচ্ছে, প্রিয়তমা, রাজকুমার কিংবা তুফান এর ধারাবাহিকতায় খুব ভালোভাবেই ‘দরদ’-এও প্রস্তুতি নিয়ে ফিরছেন! পোস্টারে সাদামাটা শাকিবের উপস্থিতি থাকলেও ইতিমধ্যে টিজারে দুর্দান্ত এক শাকিবের দেখা পেয়েছেন দর্শক!
গেল মাসে প্রকাশিত হয়েছে প্রতীক্ষিত ছবি ‘দরদ’ এর টিজার! প্রায় দেড় মিনিটের টিজারে বহুরূপী শাকিব খানকেই দেখা গেছে! কখনো একেবারে ছাপোষা মানুষ, আবার কখনো বা ভয়ংকর এক রহস্য পুরুষ!
টিজার বলছে, সাইকো থ্রিলার ঘরানার ছবি হতে যাচ্ছে অনন্য মামুনের ছবি ‘দরদ’। পাশাপাশি শাকিবের সাথে বলিউডের সোনাল চৌহানের আছে ভরপুর রোমান্স! সেই আভাসও আছে টিজারে! সঙ্গে দুর্দান্ত অ্যাকশন। মনে করা হচ্ছে, কমার্শিয়াল হিট হতে ফুল প্যাকেজ ছবি হতে যাচ্ছে ‘দরদ’!
সদ্যই ছবির পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে ‘দরদ’ মুক্তি দিতে যাচ্ছেন। গেল রবিবার সকালে কলকাতার হোটেলে শাকিব খানের সঙ্গে দেখা করেন অনন্য মামুন।
অনন্য মামুন বলেন, দুই মাস দরদের প্রোমোশনে নতুন চমক থাকবে।