জুনের ২১ তারিখ হঠাৎ করেই বিয়ের খবর দেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার বর আজমান নাসির। বিয়ের পর থেকে নানা ধরনের আলোচনা শুরু হয় দুজনকে নিয়ে। প্রকাশ পায় স্বামী আগের বিয়ের খবর।
খবর প্রকাশের পর চকমের স্বামী ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে চমকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান। পাশাপাশি আগের বিয়ের খবর গোপন করার জন্য দুঃখ প্রকাশ করেন।
তবে এসব ঘটনার রেশ না কাটতেই চলে এসেছে অভিনেত্রী চমকের জন্মদিন। জন্মদিন ঘিরে উচ্ছ্বসিত নতুন এই দম্পতি। গতকাল রাতেই জন্মদিন উপলক্ষে স্বামী নাসির দিয়েছেন এক অন্য রকম সারপ্রাইজ।
রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনের সড়কে একটি বিলবোর্ডে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নাসির। সাধারণত এসব বিলবোর্ড কমার্শিয়াল কাজে ব্যবহার করা হয়। তবে নাসির চেয়েছেন স্ত্রীর জন্মদিনে ভিন্ন কিছু করতে। যে কারণে রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি বড় বিলবোর্ডে চমকের বেশ কিছু ছবি ব্যবহার করে জন্মদিনের সারপ্রাইজ দিয়েছেন তিনি।
স্বামীর কাছ থেকে এমন সারপ্রাইজ পেয়ে বেশ উচ্ছ্বসিত চমক।