সুরেলা কণ্ঠী শিল্পী পলক মুচ্ছল। বলিউডের এই গায়িকা নিজের গান দিয়ে যেমন হৃদয় জয় করেছেন অগনিত ভক্তের, তেমনি নিজের কর্মগুণেও মানুষের ভালোবাসায় সিক্ত তিনি। বহুদিন ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত রয়েছেন পলক। প্রায় ৩০০০ জন শিশুর জীবন বাঁচাতে হার্ট অপারেশন করিয়েছেন পলক।
এই উদ্যোগের বিষয়ে পলক বলেন, ‘আমি যখন এই মিশনটি শুরু করি তখন এটা একটা ছোট উদ্যোগ ছিল, যে উদ্যোগ সাত বছরের এক শিশুর জীবন বাঁচিয়েছিল। এখন এটা আমার জীবনের সবচেয়ে বড় মিশন হয়ে উঠেছে। এই মুহূর্তে অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করে রয়েছে এমন ৪১৩ জন শিশু রয়েছে।
নিজের এই যাত্রাপথের কথা বলতে গিয়ে পলক বলেন, ‘আমি যখন অনেক ছোট, তখনই আমি এই উদ্যোগ নেওয়া শুরু করি। আমি গান শুরু করার অন্যতম কারণই ছিল এটা। শীতকালে ফুটপাথের নিচে বসে থাকা বাচ্চাদের জন্য আমার সবসময় অপরাধবোধ হত। তাদের সুস্থ জীবন দিতে দায়িত্ব অনুভব করি।
১১ জুন পলকের সহায়তায় আরো এক শিশুর অস্ত্রোপচার হয়। এর আগে সামাজিক মাধ্যমে একটি পোস্টে পলক বলেন, ‘প্রার্থনা করুন যাতে সবকিছু ঠিকঠাক হয়।’ পলকের সেই পোস্টে একের পর এক মন্তব্য করে গায়িকার প্রতি কৃতজ্ঞতা জানান ভক্ত অনুরাগীরা।