মুক্তির অপেক্ষায় বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’। সিনেমাটি ঘিরে আগ্রহের শেষ নেই দর্শকদের। ইতোমধ্যেই সিনেমাটির নায়ক ও নায়িকার ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। প্রকাশ হয়েছে দুটি গানও।
‘পুষ্পা ২ : দ্য রুল’-এর নির্মাতারা প্রকাশ্যে এনেছেন আরো একটি পোস্টার। সামাজিক মাধ্যমে সিনেমাটির নতুন একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পুষ্পা রাজ শাসনের মাত্র ৭৫ দিন বাকি।
এর আগে সিনেমার দ্বিতীয় গানটি ছয়টি ভিন্ন ভাষায় মুক্তি পেয়েছিল। যেমন সুসেকি (তেলুগু), আঙ্গারন (হিন্দি), সুদানা(তামিল), নোডোকা (কন্নড়), কান্দালো (মালয়ালম) এবং আগুন (বাংলায়)। গানটি মেলোডি কুইন শ্রেয়া ঘোষাল ৬টি ভাষায় গেয়েছেন।
আগামী ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’। সুকুমার পরিচালিত এবং মিথ্রি মুভি মেকার্স প্রযোজিত এতে অভিনয় করেছেন আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দান্না, ফাহাদ ফাসিলসহ একাধিক তারকা।