মঞ্চে অভিনেত্রীকে ধাক্কা মেরে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তেলুগু অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ। তেলুগু অ্যাকশন ফিল্ম ‘গ্যাংস অব গোদাবরী’-এর প্রচারণার অনুষ্ঠানে অভিনেত্রী অঞ্জলিকে মঞ্চে ধাক্কা মারেন অভিনেতা। অভিনেতার এই আচরণে ক্ষোভ প্রকাশ করছেন তার ভক্তরাই। এমনকি তুমুল সমালোচনা করছেন ইন্ডাস্ট্রিরও অনেক তারকা।
কিংবদন্তি অভিনেতা এনটি রামা রাওয়ের পুত্র এবং জুনিয়র এনটিআরের কাকা নন্দমুরি। তেলুগু ইন্ডাস্ট্রির অনেক বড় সুপারস্টার তিনি। দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। সম্প্রতি কৃষ্ণ চৈতন্যের আসন্ন তেলুগু ছবি ‘গ্যাংস অব গোদাবরী’র প্রচারমূলক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন নন্দমুরি।
যদিও তখন নন্দমুরির এমন আচরণে হেসে ওঠেন অঞ্জলি।
মঞ্চে নন্দমুরির আচরণে হতবাক হয়ে গিয়েছিল ভক্ত-অনুরাগীরাও। চলচ্চিত্র নির্মাতা হানসাল মেহতা এক্সে (টুইটার) ভিডিওটি পুনরায় পোস্ট করেছেন এবং লিখেছেন, ‘এই নৃশংস অমানুষটা কে?’ নেটিজেনরাও একের পর এক মন্তব্য করে তিরস্কার করেছেন অভিনেতাকে।
নন্দমুরি বালাকৃষ্ণ বর্তমানে তার ১০৯তম চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তেলুগুর পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে সেই সিনেমা।