টিভি নাটক, ওয়েব সিরিজ-ছবি ও চলচ্চিত্রে সমান তালে অভিনয় করছেন প্রিয়ন্তী উর্বী। সম্প্রতি মুক্তি পাওয়া চরকির সিরিজ ‘কালপুরুষ’-এও আছেন তিনি। উর্বীর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
আশপাশে অনেক মানুষের সমাগম মনে হচ্ছে।
হ্যাঁ। সামনে ঈদ, এখন প্রায় প্রতিদিনই শুটিং করছি। আজ জুবায়ের ইবনে বকর ভাইয়ের ‘আনচান এ মন’ নাটকের শুটিং করছি। আমার সঙ্গে আছেন মীর রাব্বি।
ঈদে আপনার কতটি নাটক আসবে?
এখনো সঠিক সংখ্যাটা বলতে পারব না। শুটিং করে যাচ্ছি আমার মতো করে। আগে দুটি নাটকের শুটিং শেষ হয়েছে। আজ একটি করছি, আরো কয়েকটির শিডিউল দেওয়া আছে।
‘কালপুরুষ’ থেকে কেমন সাড়া পাচ্ছেন?
সব সময় ভালো কাজের অংশ হয়ে থাকতে চেয়েছি। এ সিরিজটিতে সে কারণেই অভিনয় করা।
ঈদে তো ‘নীলচক্র’ মুক্তির কথা রয়েছে। ছবিটিতে কেমন চরিত্রে দেখা যাবে আপনাকে?
এই প্রজন্মের গল্প নিয়ে ছবিটি। পর্দায় আমাকে দেখা যাবে ১৭-১৮ বছরের তরুণীর চরিত্রে। টিকটক করে ভাইরাল হওয়ার স্বপ্নে বিভোর। ভাইরাল হতে গিয়ে বেশ কয়েকটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। সেগুলো জীবনের ওপর প্রভাব ফেলে দারুণভাবে। এ ধরনের ঘটনা কিন্তু আমাদের সমাজে এখন নিয়মিতই ঘটছে। ভাইরাল হওয়ার নেশায় মত্ত তরুণরা এই ছবি থেকে একটা বার্তা পাবে।
ওয়েবে নতুন কী করছেন?
একসঙ্গে এত কিছু করব কিভাবে! একদিকে ছবির শুটিং চলছে, আরেক দিকে ঈদের নাটক। শিডিউলও তো বের করতে হবে। হাতে বেশ কয়েকটি নতুন সিরিজ ও ওয়েব ছবির প্রস্তাব আছে। তবে ঈদের আগে কিছুই করতে পারছি না। ঈদেও ‘নীলচক্র’র প্রচারণা নিয়ে ব্যস্ত থাকব। সব ঠিক থাকলে ঈদের পরে ওয়েবের নতুন কাজের ঘোষণা আসবে।
চলচ্চিত্রেও তো ব্যস্ত সময় পার করছেন...
আমার লক্ষ্যই ছিল চলচ্চিত্র। অভিনয় শুরু করেছিলাম বড় পর্দায় কাজ করার ইচ্ছা নিয়ে। ধীরে ধীরে তার বাস্তবায়ন হচ্ছে। সম্প্রতি শুটিং সম্পন্ন করলাম শাহরিয়ার রহমান ও মাহবুব মিঠুনের ‘নিঃশব্দে’ ছবির। নারীকেন্দ্রিক দারুণ এই গল্পে আমার সঙ্গে আছেন দিলরুবা দোয়েল ও গোলাম ফরিদা ছন্দা। শাহরিয়ার পলকের ‘বকুলের বুকে রক্ত করবী’র শুটিং শেষের পথে। এরই মধ্যে নতুন ছবি নিয়ে কথা হচ্ছে নির্মাতাদের সঙ্গে। আমি তো আবার বেছে বেছে কাজ করি। ধনী-গরিবের চিরাচরিত প্রেম বা নায়কের সঙ্গে গানে নাচা ছাড়া নায়িকার কোনো কাজ নেই—এমন ছবি করব না কখনো। নিজেকে প্রকাশ করার জায়গা থাকবে—এমন গল্পই বাছতে চাই সব সময়।