বলিউডের গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানসালির নির্মাণ নিয়ে যেমন তৈরি হয় বিতর্ক, তেমনি সাফল্যে মোড়া থাকে তার প্রতিটি কাজ। সদ্যই বানসালির নির্মাণ ‘হীরামাণ্ডি’ও তার আরেকটি উদাহরণ। ইতোমধ্যেই সিরিজটি নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। সিরিজের কাস্টিং, প্রেক্ষাপট, স্থান।
ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই একটি বিশ্বরেকর্ড গড়ে ফেলল সিরিজটি। গোটা বিশ্বে এখনও পর্যন্ত সবথেকে বেশিসংখ্যক দর্শক টানা ভারতীয় সিরিজের খেতাব পেল সিরিজটি। ৪৩টি দেশের দর্শকসংখ্যার দৌড়ে সেরা দশে নাম তুলে ফেলেছে ‘হীরামাণ্ডি’।
বুধবার (৮ মে) চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ ইনস্টাগ্রামে এই তথ্য শেয়ার করেছে।
১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘হীরামাণ্ডি’। সঞ্জয় লীলার বানসালির ১৮ বছরের স্বপ্ন, তিল তিল করে নিজে হাতে গড়ে তুলেছেন সিরিজটিকে। কোনওরকম কমতি রাখেননি পরিচালক-প্রযোজক।
‘হীরামাণ্ডি’তে অভিনয় করেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দরি, শেখর সুমন, অধ্যয়ন সুমন, ফারদিন খানের মতো বড় বড় তারকারা।