কয়েক দিন আগে নিজের ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। যে ছবিতে পিকআপ ভ্যানে দাঁড়িয়ে থাকা গরুর চোখের পানি স্পষ্ট হয়ে উঠেছিল। সেই পানি স্পর্শ করেছিল ভাবনাকে। বলা যায়, বোবা প্রাণীর কান্নার শব্দ নাড়া দিয়েছিল তাকে।
তাতেই যেন বুমেরাং হয়ে গেল। নেটিজেনরা একের পর এক ভাবনার গরু খাওয়া, গরু রান্না, এমনকি গরু নিয়ে করা সব পুরনো পোস্ট সামনে এনে ট্রল আর মিম বানানো শুরু করলেন। এমনকি হলো নিউজও। এবার সেসব ট্রলের উল্টো জবাব দিলেন ভাবনা।
আজ সকালে তিনি ফেসবুকে লেখেন, “আমি মাঝে মাঝেই ছবি তুলতে পছন্দ করি, যখন কোনো দৃশ্য আমাকে ভাবতে বাধ্য করে, সেটা মাঝে মাঝে ফেসবুকেও শেয়ার করি। আমার একটি ছবি যেখানে দেখা যাচ্ছে একটি পিকআপ ভ্যানে রোদে দাঁড়িয়ে একটি গরু, তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি।
তিনি বলেন, ‘আমি ২০১৬ সালে কবে গরুর তেহারি খেয়েছি, কোন ইন্টারভিউতে গিয়ে বলেছি আমি গরুর মাংস রান্না করতে পারি, কবে বিফ স্টেক খেয়েছি এই সব। আমি কোথাও লিখিনি আমি গরুর মাংস খাই না, বা বলিনি আপনারা গরুর মাংস খাবেন না, একটি প্রাণীর কান্না দেখে যে কেউ কেঁদে উঠতে পারেন, এটাই স্বাভাবিক। আর আমি প্রকৃতিপ্রেমী বা প্রাণীপ্রেমী কি না সেটার প্রমাণ আমি কোথাও দেব না।
কালের কণ্ঠকে ভাবনা বলেন, ‘আমি তাদের কোনো কিছুর জবাব দেব না। একটা বোবা প্রাণীর কান্না আমাকে স্পর্শ করেছে সেটাই তুলে ধরেছি। তারপর বাকিরা কী ভাবল সেসব নিয়ে আমি ভাবছি না। আমি যেভাবে যা করছি সেভাবেই করে যাব।’