বহুল আলোচিত কে-ড্রামা এবং অভিনয়শিল্পীদের র‍্যাঙ্কিং চার্টে অবশেষে শীর্ষ স্থানে থেকেই নিজেদের যাত্রা শেষ করলো ‘কুইন অফ টিয়ারস।’ এপ্রিলের চতুর্থ সপ্তাহের গুড ডেটা কর্পোরেশনের প্রকাশিত সাপ্তাহিক তালিকায় শীর্ষে কুইন অফ টিয়ারস। টানা আট সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখে শেষ হলো ড্রামাটি। গত সপ্তাহে শেষ পর্ব প্রচারিত হয়েছে এটির।

 

 

চলমান টিভি নাটকগুলি থেকে উত্পন্ন রিউমারস এবং তাদের অভিনয়শিল্পীরা দর্শক শ্রোতাদের উপর যে প্রভাব রাখে, যতটা আলোচনার জন্ম দেয়, সেই ডেটা হিসেব করেই এই তালিকা তৈরি করা হয়। টিভিএন-এর ‘কুইন অফ টিয়ারস’, যেটি রেকর্ড-ব্রেকিং টিভি সিরিজের খেতাব অর্জন করেছিল, এপ্রিলের শেষ সপ্তাহের চূড়ান্ত তালিকায় নিজেদের আধিপত্য বজায় রেখেছে। ১৬ পর্বের দীর্ঘ রোমান্টিক কমেডি ড্রামাটি ২৮ এপ্রিল রবিবার শেষ পর্বের মাধ্যমে সমাপ্ত হয়। এপ্রিলের শেষ তালিকায় ড্রামা ও অভিনয়শিল্পীদের তালিকায় শীর্ষস্থানে থেকেই শেষ হয় কুইন অফ টিয়ারস।

 

1
গুড ডেটা কর্পোরেশনের প্রকাশিত এপ্রিলের শেষ সপ্তাহের তালিকা

সুম্পি’র প্রতিবেদন অনুসারে, টিভিএন-এ গত ৯ মার্চ প্রিমিয়ারের পর থেকে কুইন অফ টিয়ারস গুড ডেটা কর্পোরেশনের সাপ্তাহিক চার্টে বিস্ময়কর ও অনুপ্রেরণামূলক বাজ-জয়ী ধারা বজায় রেখেছে। আগের র‍্যাঙ্কিংয়ের মতো এটি আবার সবচেয়ে আলোচিত নাটকের তালিকায় ১ নম্বরে স্থান পেয়েছে। ইতোমধ্যে এর প্রধান দুই অভিনেতা-অভিনেত্রী কিম সু হিউন এবং কিম জি ওয়ান যথাক্রমে শীর্ষ দুটি স্থান দখল করে রেখেছে।

এদিকে ‘কুইন অফ টিয়ারস’ সমাপ্ত হওয়ার পর আলোচনায় উঠে এসেছে ‘লাভলী রানার।

’ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টাইম-ট্রাভেল ও রোম্যান্স ফ্যান্টাসি ঘরানার সিরিজটি। ডিজনি প্লাসে স্ট্রিমিং হওয়া এমবিসির সর্বশেষ রেট্রো ড্রামা ‘চিফ ডিটেকটিভ ১৯৫৮’ তালিকায় তৃতীয় স্থান দখল করেছে।