মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটের এই মহাতারকার কে না ভক্ত! ভারতীয় দলের সাবেক এই অধিনায়কের ঝুলিতে রয়েছে বিশ্বের শ্রেষ্ঠতম ক্যাপ্টেন হওয়ার গৌরব। আইসিসির সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন ধোনি। শুধু অধিনায়কত্বই নয়, মাঠের খেলায়ও অনন্য ধোনি।
এই মুহূর্তে ভারতে চলছে আইপিএল।
অন্বেষী জেইন পেশায় মডেল। ভারতের প্রাপ্তবয়স্ক কিছু ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। আইপিএলে ধোনির দল চেন্নাইয়ের ম্যাচে নজর কেড়েছেন এই তরুণী।
অন্বেষী জেইন। সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় ৩২ বছরের এই মডেল। ইনস্টাগ্রামে তাঁর প্রায় ৬২ লাখ ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে এই ভাইরালকন্যা চেন্নাই ম্যাচের একাধিক ভিডিও শেয়ার করেছেন, যাতে বোঝা যাচ্ছে তিনি নিয়মিত মাঠে যান।
২০১৮ সালে অল্ট বালাজির ‘গান্দি বাত’ সিরিজের মাধ্যমে বলিউডে পা রাখেন অন্বেষী। তারপর হিন্দি ছাড়াও তেলুগু, গুজরাটি, কন্নড় ভাষার একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি।