ঘোষণা হয়েছে আগেই। ইতোমধ্যে সিনেমার কাজও শুরু হয়ে গেছে। ভারতের পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন বলিউডের গুণী পরিচালক নিতিশ তিওয়ারি। নিতিশ তিওয়ারির রামায়ণে ‘রাম’ হচ্ছেন রণবীর কাপুর।

 সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণের সাই পল্লবীকে। যত দিন যাচ্ছে, সিনেমাটি ঘিরে আগ্রহ ততোই বাড়ছে দর্শকদের। এরইমধ্যে ফাঁস হল সিনেমার সেট থেকে রাম-সীতার ছবি!

 

রামায়ণের সেট থেকে অযোধ্যার যুবরাজ, ভগবান রামের ছবি ফাঁস হয়েছে যা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ঋষি-পুত্রকে পাওয়া গেল ঐতিহ্যবাহী পোশাক পরে।

জুমটিভি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে ঐতিহাসিক মহাকাব্যের সেট থেকে রণবীর ও সাইয়ের ঝলক পোস্ট করেছে। দুই অভিনেতা প্রথমবারের মতো একে অপরের বিপরীতে জুটি বেঁধেছেন।

 

4
রামায়ণের সেট থেকে ফাঁস হওয়া ছবি

জুম টিভি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রাম-সীতা চরিত্রে রণবীর ও সাই পল্লবীর ছবি প্রকাশ করেছে। ছবিতে রাম চরিত্রে রণবীরেরে কাঁধ পর্যন্ত লম্বা চুল, কপালে রাজতিলক।

খালি গায়ে মেরুন-সোনালি পারের উত্তরীয় পরনে। সঙ্গে মানানসই ধুতি। অন্যদিকে সীতা লুকে দারুণ মানিয়েছে সাই পল্লবীকে। রাম রণবীরের সঙ্গে রঙ মিলিয়ে শাড়িতে দেখা গেল তাকে। শরীরজুড়ে রাজকীয় গয়নার সাজে দুজনের মুখেই মিষ্টি হাসি।

 

সেট থেকে ফাঁস হওয়া সেই ছবিই আপাতত ইন্টারনেটে ভাইরাল। রণবীর ও সাই পল্লবীর রাম-সীতার এই লুক অনুরাগীদের প্রত্যাশার পারদ আরও চড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য।

চলতি বছরের মার্চ মাস থেকেই শুটিং শুরু হয়েছে রামায়ণের। এতে আরো অভিনয় করছেন কেজিএফ খ্যাত তারকা যশ, সানি দেওল, ববি দেওল, বিজয় সেতুপাতিসহ একাধিক তারকা। পরিচালকের নির্দেশে যথেষ্ট গোপনীয়তা অবলম্বন করেই শুটিং চলছে সিনেমাটির। তবে এতো গোপনীয়তার মাঝেও ফাঁস হলো শুটিং সেটের ছবি। ২০২৫ সালে সিনেমাটি মুক্তির প্রত্যাশা রাখছেন নির্মাতারা।