রায়হান রাফীর ওয়েব ছবি ‘অমীমাংসিত’ নিষিদ্ধ করেছে সেন্সর বোর্ড। এই প্রসঙ্গ এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ।
‘অমীমাংসিত’ ছবিটি প্রদর্শনের অযোগ্য ঘোষণা করেছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। আই স্ক্রিনের নির্বাহী আপনি, আপনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন?
বুধবার চিঠিটি দেওয়া হয়েছে আমাদের।
শিল্পী ও সাংবাদিকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পীদের পক্ষে আপনি দুঃখ প্রকাশ করেছেন। এতেই কি দায় এড়ানো গেছে বলে মনে করছেন?
আসলে কী বলব বুঝতে পারছি না।
সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ডিপজল বলেছেন, হিন্দি ছবির প্রদর্শনী বন্ধ করবেন। এটাকে কিভাবে দেখছেন?
তিনি শিল্পীদের প্রতিনিধি। এ রকম কথা বলতেই পারেন। তবে দেখতে হবে তাঁর সঙ্গে সাধারণ শিল্পীরা আছে কি না! এফডিসিতে কিন্তু এখন ১৯টা সংগঠন। সেগুলোর মধ্যে একটা শিল্পী সমিতি। তাই বাকি সংগঠনগুলো কিছু না করলে একা শিল্পী সমিতি কিছু করতে পারবে বলে মনে হয় না। তা ছাড়া এটা সরাসরি তথ্য মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় দেখছে। সরকার অনুমোদিত একটা বিষয়। চাইলেই কিছু করা যাবে না। আর হিন্দি ছবি প্রদর্শনী বন্ধ করে লাভ কী? দেশে কেউ কি সিনেমা নির্মাণ করছেন? আছেন কোনো প্রযোজক? বছরে ১০ থেকে ২০টি ছবি দিয়ে কি একটা ইন্ডাস্ট্রি চলতে পারে? ছবির অভাবে দিন দিন হল বন্ধ হয়ে যাচ্ছে। সেদিকে খেয়াল না করে একেকটা আবদার করে বসে থাকলে চলবে!
আপনাকে কিন্তু অভিনয়ে একেবারেই পাওয়া যাচ্ছে না...
আমার ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এখন যে পরিবেশ বিরাজ করছে, সেখানে কাজ না করাটাই ভালো। আমরা এই ধরনের পরিবেশে কাজ করে অভ্যস্ত নই। মারামারি-কাটাকাটির মধ্যে শিল্প-সংস্কৃতি হয় না। আমি অপেক্ষা করব সুদিনের। আশা করছি, সুদিন আসবে। তার মধ্যে নিজের ফিটনেসটাও একটু ফিরিয়ে আনতে চাই। দ্বিতীয় ইনিংসটা ভালো করেই শুরু করব। তত দিন আমার সঙ্গে আমার ভক্তদেরও অপেক্ষা করতে হবে।