অবৈধ অ্যাপে আইপিএল ম্যাচ স্ট্রিমিং মামলায় এবার উঠে এল অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাম। নিউজ ১৮-এর প্রতিবেদন অনুসারে, ইতোমধ্যেই এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মহারাষ্ট্র সাইবার সেলের পক্ষ থেকে তলব করা হয়েছে অভিনেত্রীকে। গত ২৯ এপ্রিল পুলিশের জেরার মুখোমুখি হওয়ার জন্য উপস্থিত থাকতে হবে তামান্নাকে।
শুধু তামান্নাই নন, সূত্র মারফত জানা যাচ্ছে যে আরও এক বলিউড তারকার নাম জড়িয়েছে এই মামলায়।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কর্মকর্তারা জানিয়েছেন, মহাদেব অনলাইন গেমিং এবং বেটিং অ্যাপ্লিকেশনের একটি সহায়ক অ্যাপে আইপিএল ম্যাচ দেখার কথিত প্রচারের ক্ষেত্রে মহারাষ্ট্র সাইবার সেল অভিনেত্রীকে ২৯ এপ্রিল মহারাষ্ট্র সাইবার কর্মীদের সামনে হাজির হতে বলেছে।
আইপিএলের ম্যাচ অ্যাপে অবৈধভাবে স্ট্রিম করা দন্ডনীয় অপরাধ। যার মধ্যে মহাদেব অ্যাপ সর্বাধিক আলোচনায়। মহাদেব অ্যাপটি কথিত বেআইনি লেনদেন এবং বাজি ধরার জন্য বিভিন্ন তদন্ত সংস্থার স্ক্যানারে রয়েছে।