দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনো দেশে কখনো দেশের বাইরে কাজ নিয়ে থাকেন। নানা মাধ্যমে কাজ করে চলেছেন একের পর এক। ঢাকার চলচ্চিত্র মাত করে পা রেখেছেন কলকাতায়।
একটি সাক্ষাৎকারে জয়া আহসান বলেছেন, একজন শিল্পীর গণ্ডি যতদূর বাড়ানো সম্ভব সেটা সে বাড়াবে। আমিও একসময় বাংলাদেশে কাজ শুরু করেছি, তারপর কলকাতা গিয়ে কাজ করছি। সম্প্রতি আমার হিন্দি সিনেমাও মুক্তি পেয়েছে। তাই আমি মনে করি, শিল্পীর কোনো ভুবন বা সীমানা থাকা উচিত নয়।
বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে বহু পুরস্কার জিতেছেন জয়া। জয়ার ভাষ্য, বিদেশের মাটিতে যখন বাংলাদেশের জন্য কোনো পুরস্কার পাই এটা আমার নিজের জন্য যতটা আনন্দের তার থেকে বেশি আনন্দিত বোধ করি আমি বাংলাদেশের হয়ে পুরস্কার হাতে নিতে পেরে। এবারের ফিল্ম ফেয়ারে বাংলাদেশের অনেকেই কিন্তু নমিনেশন পেয়েছিলেন, পুরস্কার পেয়েছে যেটা বড় বিষয় এবং খুবই গর্বের।
বর্তমানে নির্মাতা আশফাক নিপুণের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন জয়া। যেটি হতে যাচ্ছে বাংলাদেশে তার প্রথম ওয়েব সিরিজ। তাছাড়া কলকাতায় ‘ডিয়ার মা’ নামে একটি সিনেমার কাজ শুরু করেছেন। যেটি পরিচালনায় দায়িত্বে আছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।