‘আদম’ সিনেমার পরিচালক আবু তাওহীদ হিরণ (৩৭) মারা গেছেন। আজ সোমবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রমনার ইস্কাটন রোডের বাসা থেকে দরজার লক ভেঙে আবু তাওহীদ হিরণ নামের এক চলচ্চিত্র পরিচালকের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদুরী শিবপুর গ্রামের সোহরাব হোসেন ও সুফিয়া বেগমে ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, ‘আজ সোমবার আবু তাওহীদ হিরণের নিউ ইস্কাটন রোডের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।’
ওই বাড়ির লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, ‘আবু তাওহীদ সকাল আনুমানিক ৬টার দিকে ওই বাড়ির দারোয়ানকে ফোন করে বলেন, তিনি স্ট্রোক করেছেন।
মৃতের মিডিয়া হাউসের ক্রিয়েটিভ পরিচালক ওমর ফারুক নয়ন বলেন, “আমরা সংবাদ শুনে ওই বাসায় গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পাই। তাওহীদ ভাই ভালো মানুষ ছিলেন। ‘আদম’ নামে তাঁর একটি ছবি মুক্তি পেয়েছে।