ঈদের দিন মুক্তি পেয়েছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের অ্যাকশন ফিল্ম ‘বাড়ে মিয়াঁ ছোট মিয়াঁ।’ বহুল প্রতীক্ষিত সিনেমাটি ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারছে না এটি। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, সিনেমাটি ভারতে দ্বিতীয় দিনে মাত্র ৭.৫০ কোটির মতো আয় করেছে। দুই দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৫৫ কোটি রুপি।
সিনেমাটির প্রোডাকশন হাউস পূজা এন্টারটেইনমেন্টের শেয়ার করা একটি প্রেস নোট অনুসারে, এটি শুক্রবার ২য় দিনে বিশ্বব্যাপী মোট ৫৫.১৪ কোটি আয় করেছে। ঈদ উপলক্ষে ১১ এপ্রিল মুক্তি পেয়েছে সিনেমাটি।
বক্স অফিসে মোটামুটি শুরু করলেও দর্শক-সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে সিনেমাটি। বলিউডের দুই অ্যাকশন হিরো যখন স্ক্রিন শেয়ার করছেন তখন ধুন্ধুমার অ্যাকশন তো থাকবেই।
দুই-তিন বছর ধরেই বক্স অফিসে খরা দেখতে হচ্ছে অক্ষয় কুমারকে।
আলী আব্বাস জাফর পরিচালিত সিনেমাটিতে ভারতীয় সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ।