তারকারা যেমন ভক্ত-অনুরাগীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু, তেমনি তারকা সন্তানদের প্রতিও ইগলের চোখ থাকে সবার। যেমনটা দেখা যায় ঢালিউডের সাবেক তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়কে ঘিরে। বাবা-মায়ের মতো ছোট্ট জয়ও যেন এখন তারকা! তাই জয়ের ঈদ কেমন কাটল, তা নিয়ে আগ্রহের কমতি ছিল না অনুরাগীদের।
এবার জয়ের ঈদ কেটেছে বেশ আনন্দে।
ঈদে শাকিব খানকে উপহার দিয়েছে জয়। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘রোজার শুরুতেই শাকিব খান কেনাকাটার জন্য জয়কে টাকা দিয়েছে।
ঈদে জয়কে দেওয়া উপহার প্রসঙ্গে অপু বলেন, ‘আমার কাছ থেকে জয়ের প্রত্যাশা বরাবরের মতো চিকেন বিরিয়ানি। ঈদের দিন ওর জন্য আমি এই মেন্যুটি বাসায় করি। জয় ঈদে অনেক গিফট পেয়েছে। কিন্তু সে চাচ্ছিল বই। বেশ কিছু বইয়ের নাম আমাকে বলেছে। সেগুলো আমি কিনে দেব।’
অপু বিশ্বাস এবারের ঈদ ঢাকায়ই উদযাপন করছেন। কয়েক দিন আগেই ভারত থেকে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। বর্তমানে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে নিজের বাড়িতেই অবস্থান করছেন। ঈদের দিন ছেলেকে নিয়ে শাকিবের বাড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নায়িকার।