বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। এ বছরও শুরু হতে যাচ্ছে কান ফিল্ম ফেস্টিভাল, যা ১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত চলবে। সারা বিশ্বের মানুষ এই কান চলচ্চিত্র উৎসবের মনোনয়ন ঘোষণার জন্য মুখিয়ে থাকেন। মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের মনোনয়নের তালিকা ঘোষণা হয়েছে গতকাল।
এবার কান চলচ্চিত্র উৎসবের মনোনয়নে রয়েছে বিরাট চমক। দীর্ঘ ৩০ বছর পর ভারতীয় সিনেমায় বিরাট সাফল্য কানে। ভারতীয় চলচ্চিত্র পরিচালক পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাস লাইট’ সিনেমাটি প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছে কান চলচ্চিত্র উৎসবে।
কান ফিল্ম ফেস্টিভালের অফিশিয়াল পেজ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। কাপাডিয়ার এই সিনেমাটি ১৯টি উচ্চ প্রত্যাশিত শিরোনামের মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে আন্দ্রেয়া আর্নল্ড, ফ্রান্সিস ফোর্ড কপোলা, ডেভিড ক্রোনবার্গের মতো প্রশংসিত পরিচালকরাও রয়েছেন।
কান চলচ্চিত্র উৎসবে বরাবরই সবচেয়ে বেশি আলোচনায় থাকে মূল প্রতিযোগিতা বিভাগের সিনেমাগুলো। উৎসবের সেরা সিনেমা, সেরা পরিচালকসহ বড় পুরস্কার দেওয়া হয় এই শাখার সিনেমাগুলোকে। এই বিভাগের দিকে সারা বিশ্বের পরিচালকদের নজর থাকে। এবার সেই তালিকায় রয়েছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা পায়েল কাপাডিয়া। যদিও কান চলচ্চিত্র উৎসবে কাপাডিয়া নতুন কোনো নাম নয়। এর আগেও তাঁর কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন তিনি। পায়েলের ডকুমেন্টারি ‘এ নাইট অব নোয়িং নাথিং’ ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে অয়েল ডি’অর (গোল্ডেন আই) পুরস্কার জিতেছে, যা পরিচালকরে ফোর্টনাইট বিভাগের অধীনে প্রিমিয়ার হয়েছে। এ ছাড়াও ২০১৭ সালে ‘আফটারনুন ক্লাউডস’ ফিল্মটি শর্ট ফিল্ম বিভাগে প্রদর্শিত হয়েছিল। তাঁর গল্প বলার প্রদর্শন এবং প্রতিভা বারবারই সিনেমাপ্রেমীদের নজর কাড়ে।