মাত্র ৩০ বছর বয়সেই চলে গেলেন বিশ্ববিখ্যাত কোরিয়ান পপ গায়িকা পার্ক বো রাম। গতকাল ১১ এপ্রিল মৃত্যু হয় গায়িকার। এমন অকালমৃত্যুতে দক্ষিণ কোরিয়া ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। এ বছর সংগীতশিল্পে ১০ বছর পূর্ণ হত তাঁর।
কোরিয়ার গণমাধ্যম সূত্র অনুসারে, গায়িকার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
পার্ক বো রামের সংস্থা একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ‘জানাডু এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আমরা একটি খারাপ খবর দিতে চলেছি। পার্ক বো রাম ১১ এপ্রিল গভীর রাতে মারা যান।
এদিকে নামিয়াংজু থানার পুলিশ কর্মকর্তাদের দাবি, পার্ক বো রাম মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বন্ধুদের পার্টিতে ছিলেন।
প্রতিবেদন অনুসারে, গায়িকা রাত প্রায় ১০টা নাগাদ ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠেন। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর ফিরছেন না দেখে যখন তাঁর বন্ধুরা দেখতে যান এবং দেখা যায় অচেতন অবস্থায় সিংকের কাছে পড়ে আছেন গায়িকা। দ্রুত অ্যাম্বুল্যান্স ডেকে তাঁর বন্ধুরা গায়িকাকে সিপিআর দিচ্ছিলেন।