দীর্ঘ সাড়ে চার বছর পর ‘পাঠান’ দিয়ে বলিউডে প্রত্যাবর্তন করেন শাহরুখ খান। পাঠান ব্লকবাস্টার হওয়ার পর ‘জওয়ান’ নিয়ে আসেন কিং খান। এতে ‘অ্যাকশন হিরো’র রূপে দেখা যায় শাহরুখকে। সিনেমাটিতে শাহরুখের একাধিক লুক এবং দক্ষিণের পরিচালক ও তারকাদের যৌথ অংশগ্রহণ সিনেমাটির হাইপ আরো বাড়িয়ে দেয়।
সম্প্রতি অভিনেত্রী হ্যালো ম্যাগাজিনের সঙ্গে একটি সাক্ষাৎকারে শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বলেছেন। অভিনেত্রীর চোখে, শাহরুখ খানই প্রকৃত ভদ্রলোক।
নয়নতারা জানান যে চলচ্চিত্র নির্মাতা অ্যাটলি তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং তিনি অ্যাটলির জওয়ানে অ্যাকশন-প্যাকড ভূমিকায় থাকার প্রস্তাব পেয়ে উচ্ছ্বসিত ছিলেন।
অভিনেত্রী আরো বলেন, তিনি দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন এমন একটি চলচ্চিত্রের যা শাহরুখের মতো তারকাসমৃদ্ধ এবং বক্স অফিসে ম্যাজিক তৈরি করবে।
জওয়ানে শাহরুখ খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। ফোর্স ওয়ানের (মুম্বাই পুলিশের কাউন্টার-টেররিজম ইউনিট) প্রধান নর্মদা রাই-এর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শাহরুখ জওয়ানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। সালের মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসের সব হিসাব-নিকাশ বদলে দেয়। পাঠানের পর শাহরুখের দ্বিতীয় হাজার কোটি আয় করা সিনেমা জওয়ান। বিশ্বব্যাপী ১১৪৮ কোটি আয় করে সিনেমাটি। হিন্দি সিনেমার ইতিহাসেও সর্বোচ্চ আয় করা সিনেমা এটি।