বছরের ৩ এপ্রিল পালিত হয় জাতীয় চলচ্চিত্র দিবস। সেই অনুযায়ী আজ পালিত হলো দিবসটি। জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। দিনটিকে স্মরণ করে ২০১২ সাল থেকে উদযাপিত হয়ে আসছে জাতীয় চলচ্চিত্র দিবস।
জানা যায়, প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিএফডিসির তত্বাবধানে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। আজ বিকালে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
রমজানের কারণে জমকালো আয়োজন না হলেওউদ্বোধনী অনুষ্ঠান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ ছাড়া আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।
এরপর দুপুর ৩টা ৩৫ মিনিটে এফডিসিতে বঙ্গবন্ধুর বায়োপিক চলচ্চিত্র ‘মুজিব—একটি জাতির রূপকার’র প্রদর্শনী করা হয়।