বেশ কয়েকবছর আগে শুটিং হয়েছে জায়েদ খান অভিনীত নতুন ছবি ‘সোনার চর’ এর। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এরইমধ্যে সিনেমাটির সেন্সর ছাড়পত্রও পেয়েছে।
সিনেমাটি শুটিং হয়েছে বেশ কয়েক বছর ধরে। শুটিং হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝেমধ্যেই শেয়ার করেছেন এই অভিনেতা।
তবে জায়েদ খানের ওই ছবিটি একইভাবে কপি করেছেন এক ভক্ত। একই রকমভাবে নদীর ধারে কাদায় শুয়ে থেকে একটা ছবি তুলেছেন সেই ভক্ত। তারপর জায়েদের ছবির সঙ্গে যুক্ত করে আপলোড করেছেন ফেসবুকে।
জায়েদও কম না।
সেই ছবির নিচে প্রায় সোয়া এক হাজার মন্তব্য এসেছে। রিঅ্যাকশন এসেছে প্রায় ১০ হাজার। শেয়ারও করেছেন বেশ কয়েকজন ভক্ত।
জানা যায়, ‘সোনার চর’ সিনেমার কাহিনী ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও তার স্বামীর চরিত্রে ওমর সানী। লাঠিয়ালের ভূমিকায় রয়েছেন জায়েদ। এখানে তিনি একজন মুক্তিযোদ্ধা, যিনি আবার ফেরারি আসামি।
সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন,পাপিয়া মাহি।