বিনোদন ডেস্ক: প্রায় এক যুগ ধরে বড় পর্দা থেকে দূরে আছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। শেষবার ২০১০ সালে বড় পর্দায় দেখা মিলেছিল তার। ২০১৮ সালে ঘোষণা অনুযায়ী কাজে ফেরার কথা থাকলেও দেখা মেলেনি নায়িকার। বলিউড ইন্ডাস্ট্রির অনেক প্রবীণ অভিনেতার বিরুদ্ধে খোলামেলা মন্তব্য করে একটি দীর্ঘ পোস্ট করেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।
‘অদৃশ্য শত্রু’দের উদ্দেশে তার হুঁশিয়ারি, আমি ভয় পেয়ে আত্মহত্যা করব না। এটা নিশ্চিত। পরিষ্কার করে সেটা শুনে রাখো। এখানে থাকতে এসেছি, থাকব। আমার ক্যারিয়ার আগের চেয়ে আরও উচ্চতায় নিয়ে যাব। সম্প্রতি টকটকে লাল গাউনে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে জানিয়েছেন, আমাকে খুব খারাপভাবে আঘাত করা হয়েছে এবং টার্গেট করা হয়েছে। একই পোস্টে তনুশ্রীর দাবি, গত এক বছরে তার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা চলছে। তিনি লেখেন, এক পরিচারিকা লাগানো হয়েছিল যে আমার জলে ওষুধ এবং স্টেরয়েড মেশাচ্ছিল, ফলে বিভিন্ন ভাবে স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হচ্ছিল। উজ্জয়িনী যাওয়ার সময় আমার গাড়ির ব্রেক দুবার নষ্ট হয়ে যায় এবং আমার দুর্ঘটনা ঘটে। আমি অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলাম। স্বাভাবিক জীবন এবং কাজে ফিরে আসতে ৪০ দিন পর মুম্বাই ফিরি। এখন আমার বিল্ডিংয়ে আমার ফ্ল্যাটের বাইরে অদ্ভুত এবং বাজে ঘটনা ঘটছে। অভিনেত্রীর মতে, একসময় মুম্বাই এবং বলিউড মেয়েদের জন্য অনেক সুরক্ষিত ছিল। কিন্তু এখন মাফিয়া-রাজ আর রাজনীতির জালে পড়ে এই রূপ নিয়েছে। তনুশ্রী আশঙ্কা প্রকাশ করেছেন, #MeToo এবং এক এনজিও কেলেঙ্কারিতে কয়েক জনের সত্যি ফাঁস দেয়ার জন্য তিনি নিশানা হচ্ছেন। তবে দমে যাওয়ার মেয়ে মোটেই নন তিনি, কড়া হুঁশিয়ারি দিয়েছেন তনুশ্রী।