গতকাল রাতের ফ্লাইটে সিঙ্গাপুর গেছেন অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা। রুটিন চেকআপের পাশাপাশি সেখানে চোখের চিকিৎসা করাবেন।
গতকাল দুপুরে সোহেল রানা বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। সব ঠিক থাকলে কাল (সোমবার) সকালেই সিঙ্গাপুর থাকব।
দীর্ঘদিন ধরে চোখের নানা সমস্যায় ভুগছেন সোহেল রানা।
১৯৭২ সালে চলচ্চিত্র প্রযোজক হিসেবে চিত্রজগতে প্রবেশ করেন সোহেল রানা। চাষী নজরুল ইসলামের পরিচালনায় বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ সিনেমাটি প্রযোজনা করেন তিনি। তিনি অভিনয় শুরু করেন ১৯৭৩ সালে।