ওয়েম্বলিতে ভাগ্য খুলছিল না ব্রাজিলের। ইংলিশরাও লড়ছিল পাল্লা দিয়ে। দুই দলকে যখন আলাদা করা যাচ্ছিল না কিছুতেই, ড্রই যখন মনে হচ্ছিল পরিণতি তখনই বদলী নেমে ১৭ বছর বয়সী তরুণ এনদ্রিক পার্থক্য গড়ে দিয়েছেন ম্যাচে। নিজের প্রথম আন্তর্জাতিক গোলে ইংল্যান্ডের মাটিতে ব্রাজিলকে জিতিয়েছেন ১-০ তে।
টানা তিন ম্যাচ হারের পর নতুন কোচ দোরিভাল জুনিয়রের অভিষেক ম্যাচে এই জয় ব্রাজিলের জন্য বড় কিছুই। রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলা এনদ্রিককে নিয়ে মাতামাতি হচ্ছে বেশকিছুদিন ধরেই। কেন তাঁকে ব্রাজিলের নতুন তারকা ধরা হচ্ছে সেটি জানান দিলেন আজ ইংল্যান্ডের বিপক্ষে এমন বড় ম্যাচে। রিয়ালের বর্তমান তারকা ভিনিসিয়ুস জুনিয়রিই অবশ্য গোলটার মূল কারিগর।
প্রথমার্ধে পিকফোর্ডকে পার করেও ভিনিসিউস বল জালে পাঠাতে পারেননি শটে গতি কম থাকায়।