ভক্তদের অপেক্ষার পালা অবশেষে শেষ হতে চলেছে। তুমুল জনপ্রিয় ‘পাতাল লোক’, ‘পঞ্চায়েত’, ‘মির্জাপুর’-এর মতো ব্লকবাস্টার সিরিজের নতুন সিজন আসছে, থাকছে একগুচ্ছ টক শো এবং ভিন্ন স্বাদের সিনেমা। ২০২৪ সালের জন্য ধামাকা সব আয়োজন নিয়ে হাজির হলো ভারতের অন্যতম জনপ্রিয় ওটিটি প্লাটফরম আমাজন প্রাইম ভিডিও।
মঙ্গলবার (১৯ মার্চ) মুম্বাইয়ে এক তারকাখচিত অনুষ্ঠানে ২০২৪-এর আসন্ন সিরিজ ও সিনেমার তালিকা ও ঝলক সামনে আনল প্লাটফরমটি।
সিটাডেল : হানি বানি
রুশো ব্রাদার্সের সিটাডেলের ভারতীয় সংস্করণের শিরোনাম হতে চলেছে ‘সিটাডেল: হানি বানি।
ডালডাল
ভূমি পেডনেকার এবার ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলারে। এই ওটিটি অরিজিনাল সিরিজটিতে খাকি উর্দিতে দেখা যাবে ভূমিকে। অতীতের অপরাধবোধ এবং তার বর্তমানের দানবদের সাথে মোকাবিলা করবেন সদ্য নিযুক্ত ডিসিপি, রিতা ফেরেরা। যে ভূমিকায় থাকছেন ভূমি।
কল মি বে
অনন্যা পান্ডে চলতি বছর প্রাইম ভিডিওতে নিয়ে আসছেন ‘কল মি বে।’ ফার্স্ট লুকে একদম গ্ল্যামারাস অবতারে পাওয়া গেল চাঙ্কি কন্যাকে। হাতে ওয়াইনের গ্লাস, পরনে ডিজাইনার গাউন। হাই-ক্লাস সোসাইটির এই কন্যা হঠাৎ করেই জানতে পারে যে সে তাঁর ব্যবসায়িক অভিজাত পরিবারের পরবর্তী উত্তরাধিকারী নয়, এক পলকে বদলে যায় তাঁর জগৎ। কিন্তু দামি হীরা নয়, তাঁর বুদ্ধিমত্তাই আসল সম্পদ। এমন গল্পেই এগুবে সিরিজটি।
ফলো কার লো ইয়ার
এই বছর প্রাইম ভিডিওর সবচেয়ে বড় চমক উরফি জাভেদ। এই সোশ্যাল মিডিয়া সেনসেশন নিজের অদ্ভূত পোশাকের জন্য সবসময় চর্চায় থাকেন, তাঁর বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগও রয়েছে। কিন্তু তাঁর ফলোয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এবার উরফির নতুন শো ‘ফলো কার লো ইয়ার’ আসতে চলেছে। শো’টির মূল ফোকাস হবে উরফির ফ্যাশন!
সুবেদার
সুরেশ ত্রিবেণীর পরিচালনায় ‘সুবেদার’ চলচ্চিত্রে দেখা যাবে অনিল কাপুরকে। এই অ্যাকশন ড্রামায় দেখা যাবে সুবেদার অর্জুন সিং, নাগরিক জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছন। মেয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং সামাজিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। যে মানুষটি একসময় দেশের জন্য যুদ্ধ করেছেন, তাকে এখন নিজের ঘর ও পরিবারকে রক্ষার জন্য ভেতরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে।
বি হ্যাপি
বাবা-মেয়ের এই হৃদয়গ্রাহী গল্পের জন্য পরিচালক রেমো ডি’সুজার সঙ্গে জুটি বেঁধেছেন অভিষেক বচ্চন। একজন সিঙ্গল ফাদারের গল্প বলবে সিনেমাটি। প্রতিভাবান কন্যা দেশের বৃহত্তম নাচের রিয়েলিটি শো’তে পারফর্ম করতে আগ্রহী, কীভাবে মেয়ের স্বপ্নপূরণের কাণ্ডারি হবেন বাবা? মেয়ের সুখের জন্য কতদূর যেতে রাজি তিনি? এই নিয়েই সিনেমাটির গল্প।
রানা কানেকশন
করণ জোহরের টক শো’র ধাঁচে এবার অভিনেতা রানা দগ্গুবতি তাঁর নিজস্ব চ্যাট শো আনছেন! নাম, দ্য রানা কানেকশন! বাহুবলীর ভাল্লালদেবের সঙ্গে তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা আড্ডায় মাতবেন। নিঃসন্দেহে তারকাদের হাঁড়ির খবর জানতে এই শো-এর অপেক্ষায় থাকবে সিনেমাপ্রেমীরা।
অশ্বত্থামা : দ্য সাগা কন্টিনিউস
অশ্বত্থামা নিয়েও প্রশ্নের জবাব মিলল অবশেষে। ভিকি কৌশলের পরিবর্তে এই চলচ্চিত্রে থাকছেন শাহিদ কাপুর। সিনেমাহলে মুক্তির পর এটি স্ট্রিম করবে প্রাইভ ভিডিও। ন্যায়-অন্যায়ের এই গল্পে বীর যোদ্ধা অশ্বত্থামা হিসেবে শাহিদ কাপুরকে দেখতে উৎসাহী তাঁর অনুরাগীরা।
ঘোষিত এই নতুন সিরিজ ও চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় সিরিজের পরবর্তী সিজনও ফিরছে। যার মধ্যে রয়েছে ‘পঞ্চায়েত সিজন ৩’, ‘মির্জাপুর সিজন ৩’, ‘পাতাল লোক সিজন ২’, ‘ব্যান্ডিস ব্যান্ডিড সিজন ২’ এবং ‘সুজাল - দ্য ভর্টেক্স ২’ (তামিল)। যদিও সিরিজগুলোর মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।