বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘কুং ফু পান্ডা’র চতুর্থ চলচ্চিত্রটি মুক্তির পর থেকে বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। বহুল প্রত্যাশিত সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহেও নিজের আধিপত্য বজায় রেখেছে। ইউনিভার্সাল এবং ড্রিমওয়ার্কস অ্যানিমেশনের ‘কুং ফু পান্ডা ৪’ ঘরোয়া বক্স অফিসে এখনো চালকের আসনে। মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তে ৩০ মিলিয়ন আয় করেছে এটি।
মোট ১০ দিনে অ্যানিমেটেড চলচ্চিত্রটি উত্তর আমেরিকায় ১০৭ মিলিয়ন আয় করেছে। বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১৭৬.৫ মিলিয়ন ডলার।
এদিকে গত সপ্তাহে মুক্তি পাওয়া মার্ক ওয়াহলবার্গের ‘আর্থার দ্য কিং’ বক্স অফিসে কুংফু পান্ডাকে টেক্কা দিতে পারেনি। ৩ হাজারের অধিক থিয়েটারে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম সপ্তাহান্তে ৭.৫ মিলিয়ন ডলার আয় করেছে।
মাইক মিচেল পরিচালিত অ্যানিমেটেড ফিল্ম ‘কুং ফু পান্ডা ৪’ হচ্ছে কুং ফু পান্ডা ফ্র্যাঞ্চাইজির চতুর্থ চলচ্চিত্র।