দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন কৃতি খারবান্দা ও পুলকিত সম্রাট। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দুজন। ১৫ মার্চ গোয়ায় সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের ছবি।
শুক্রবার (১৫ মার্চ) ভারতের গোয়ায় বসেছিল এই জুটির বিয়ের আসর। বিয়ের পর তাঁরা একাধিক ছবি প্রকাশ্যে আনলেন ভক্ত-অনুরাগীদের জন্য।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করে কৃতি খারবান্দা লেখেন, ‘সকালে নীল আকাশ থেকে ভোরের শিশির, সমস্ত ওঠাপড়ায় তুমিই ছিলে। শুরু থেকে শেষ পর্যন্ত, সমস্ত কিছুতে যখনই আমার হৃদয় অন্য কিছু চেয়েছে তখন তুমিই ছিলে।
এদিকে বিয়ের ছবি প্রকাশ হতেই নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন সহকর্মী তারকারা।