একের পর এক চমক যেন চলছেই শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে। নির্বাচনকে ঘিরে প্যানেলের সভাপতির খোঁজে ব্যস্ত নিপুন। এরই মধ্যে নিপুণের প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন নানা শাহ। অভিনেতার মতে, নিপুণ কথা রাখেননি।
বৃহস্পতিবার (১৫ মার্চ) মিশা-ডিপজল প্যানেলের ইফতার পার্টিতে হাজির হয়ে এসব কথা বলেন নানা শাহ। নানা শাহ বলেন, ‘আগেরবার আমি এবং ডি এ তায়েব নিপুণের সঙ্গে নির্বাচন করেছিলাম। ভালো কিছু কাজের আশা করেই তাদের সঙ্গে নির্বাচন করেছিলাম।
মিশা-ডিপজল প্যানেলে থাকার প্রসঙ্গে নানা শাহ বলন, ‘এবার আগেই ঠিক করেছি মিশা-ডিপজল প্যানেলে থাকব। যারা কিছু করতে পারবে তারাই এই প্যানেলে আছে। আগের প্যানেলে প্রযোজক ছিল না। কিন্তু এই প্যানেলে প্রযোজক-পরিচালক ও শিল্পী তিনটিই আছে। ডিপজল, মিশা, আমি, রোজিনা, তায়েব, জ্যাকি আলমগীর প্রযোজক। আমরা বলব না কি করব, কাজে দেখাব। আমরা কোন অন্যায় চাই না, বিভাজন চাই না। এর আগেও আমরা নির্বাচন দেখেছি কিন্তু এখন কেমন যেন এক অদ্ভুত পরিস্থিতি হয়েছে।’
শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন বানচালের গুঞ্জন প্রসঙ্গে নানা শাহ বলেন, ‘কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। তা হতে দেওয়া যাবে না। নির্বাচন হবেই। আমরা সব শিল্পীরা মিলে নির্বাচন করব।’
১৯৮২ সালে আবদুল্লাহ আল মামুনের ‘মাটি ও মানুষ’ সিনেমাতে নায়ক চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন নানা শাহ। তারপর হাসিবুল ইসলাম মিজানের ‘প্রেমের কসম’ ও হাফিজ উদ্দিনের ‘বাজিগর’ সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়ান। এরপর ‘পৃথিবী আমাকে চায় না’, ‘আনন্দ অশ্রু’, ‘তুমি আমার ভালোবাসা’সহ বেশকিছু সিনেমায় কাজ করেন তিনি। চলচ্চিত্রে প্রথমে নায়ক চরিত্রে ক্যারিয়ার শুরু করলেও খল নায়ক চরিত্রে কাজ করে দর্শকপ্রিয়তা লাভ করেন নানা শাহ।