জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে নির্মিত হচ্ছে টেলিছবি। ১৯৭৫-এর ১৫ আগস্ট ইতিহাসের বর্বরতম রাতে বঙ্গবন্ধুসহ তাঁর পুরো পরিবার (দুই কন্যা ব্যতীত) ও নিকট আত্মীয়দের হত্যা করা হয়। সেই পুরো হত্যাযজ্ঞ লুকিয়ে থেকে শেখ রাসেল নিজ চোখে দেখেছিলেন। তবে বঙ্গবন্ধুর পরিবারের মধ্যে সব শেষে ঘাতকদের শিকার হন শেখ রাসেল।
কয়েক দিন আগে অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে টেলিছবিটির চুক্তিপত্র স্বাক্ষর ও পোস্টার উন্মোচন করা হয়।
সহিদ রাহমান জানান, টেলিছবিটির শুটিং শুরু হবে আগামী ১০ মে। যেহেতু ১৬ জুন ছবিটির প্রিমিয়ার শো হবে ভারতের কলকাতা ও দিল্লিতে, তাই তার আগেই সব কাজ শেষ হয়ে যাবে।
পরিচালক জানান, কেমন ছিল রাসেলের জীবনের ১০টি বছর? তার জীবনপ্রবাহের সময়গুলো ফিরে দেখা আর সৃজনশীল আবহে পুনর্নির্মাণের চেষ্টা থাকবে ‘আমি মায়ের কাছে যাবো’ নামের এই ৯০ মিনিটের টেলিছবিতে। ফ্রেম ফ্যাক্টরি নিবেদিত সহিদ রাহমানের ‘মহামানবের দেশে’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই টেলিছবির ধরন হবে বায়োগ্রাফিক্যাল/জীবনালেখ্য।