গত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসেছিলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। দেশে ফিরেই ঘোষণা দেন নতুন ছবির। জানানো হয় ‘মাতাল হওয়া’ শিরোনামে সিনেমাটি নির্মাণ করবেন চয়নিকা চৌধুরী। তবে সেটির শুটিং কবে নাগাদ হবে সে বিষয়ে কিছুই জানাননি পরিচালক।
তবে এর মধ্যেই খবর পাওয়া যায়, অনেকটা গোপনেই দেশ ছেড়েছেন শাবনূর। ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়।
এসব নিয়ে স্বাভাবিকভাবে এত দিন চুপ ছিলেন শাবনূর। আজ তাঁর ফেসবুক পেজে লিখেছেন বিস্তারিত। তবে বিস্তারিত বলার আগেই দেশের গণমাধ্যমের সংবাদকে একহাত নিয়েছেন তিনি।
তিনি অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার কারণ প্রসঙ্গে বলেন, ‘দেশের প্রায় সবাই জানেন, আমি এবং আমাদের পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করি। আমার ছেলে এখনে স্কুলে পড়াশোনা করে। কোনো দরকার হলে বা লং হলিডেতে দেশে ঘুরতে আসি, আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়া ফিরে যাই। তাই আমাকে কি ঢাকঢোল পিটিয়ে বলতে হবে কখন দেশে আসব বা কখন দেশ ছাড়ব? এখানে গোপনে দেশ ত্যাগের কী আছে? আমি প্রায় তিন সপ্তাহ পূর্বেই অস্ট্রেলিয়া চলে এসেছি। কিন্তু এত দিন পর মনে হয় কারো কারো ঘুম ভাঙল!’
তবে তার ফিরে যাওয়ার বিষয়ে পরিচালকরা জানেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘আরো একটি কথা, যে ছবির মহরত হয়েছে সেটার শুটিং সময়মতোই হবে। আমার অস্ট্রেলিয়া ফিরে আসার কারণ ও সময় নেওয়ার বিষয়ে সিনেমার সাথে সংশ্লিষ্টরা অবগত আছেন। আমি সবাইকে বিনীত অনুরোধ করব, আপনারা কোনো গুজবে বা ভুয়া খবরে বিভ্রান্ত হবেন না। কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে বা অন্য কোনো সিনেমার আপডেট থাকলে আমিই আপনাদেরকে সময়মতো জানাব।’
তবে এই পোস্টের মাধ্যমে বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি শোক জানান এই নায়িকা। তিনি বলেন, ‘বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় আমি শোকাহত, বাকরুদ্ধ। আল্লাহ পাক যেন নিহতদের পরিবারের সবাইকে এই শোক সইবার শক্তি দান করেন এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ধৈর্য দান করেন।’