গত বছর ‘ভুল ভুলাইয়া ২’-এর সাফল্যের পর এর তৃতীয় কিস্তি আনার ঘোষণা দেন নির্মাতারা। এর পর থেকেই আলোচনায় সিনেমাটি। তৃতীয় কিস্তিতেও থাকছেন কার্তিক আরিয়ান। সেই সঙ্গে ফিরছেন অরিজিনাল ‘মঞ্জুলিকা’ বিদ্যা বালান।
সম্প্রতি, ‘ভুল ভুলাইয়া ৩’-এ বিদ্যা বালানের ‘মঞ্জুলিকা’ হিসেবে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন কার্তিক আরিয়ান। আর এবার তৃপ্তি দিমরির অন্তর্ভুক্তির কথাও জানালেন তিনি।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই সামাজিক মাধ্যমে কার্তিক আরিয়ানের একটি পোস্ট সাড়া ফেলেছিল।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া’। যেখানে একজন মনোবিদের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। আর মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। অক্ষয়-বিদ্যার দুর্দান্ত অভিনয় আর সিনেমার টুইস্টে ভরা গল্প মন কেড়েছিল দর্শকদের। এরপর ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটিও বক্স অফিসে সুপারহিট হয়।