ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন বিশ্বনন্দিত পপতারকা টেলর সুইফট। এই মুহূর্তে তাঁকে নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের যে উন্মাদনা, তা পরিমাপ করাও কঠিন। গান, অ্যালবাম, মিউজিক্যাল ট্যুর কিংবা চলচ্চিত্র, প্রতিটি বিভাগেই টেলর এখন সবার শীর্ষে। তাঁর এই জনপ্রিয়তা প্রভাব ফেলছে মার্কিন রাজনীতির অঙ্গনেও! সাম্প্রতিক সময়ে তুমুল গুঞ্জন রয়েছে, আগামী নির্বাচনে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের প্রতি সমর্থন রাখতে যাচ্ছেন সুইফট।
সাম্প্রতিক একটি পোস্টে ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের জন্য সুইফটের সম্ভাব্য সমর্থন নিয়ে প্রশ্ন তোলেন।
সংগীত এবং টেলর সুইফটের মতো শিল্পীদের জন্য নিজের অবদান তুলে ধরে ট্রাম্প বলেন, ‘সংগীত আধুনিকীকরণ আইনে আমি স্বাক্ষর করেছি।’ টেলর সুইফট এবং অন্যান্য সমস্ত সংগীতশিল্পীর জন্য সংগীত আধুনিকীকরণ আইনের কৃতিত্ব নিজের বলে দাবি করে ট্রাম্প জানান, এটি আইনের এমন মাইলফলক, যা স্ট্রিমিং সংক্রান্ত কপিরাইট আইনের আপডেট।
টেলর সুইফটের বর্তমান প্রেমিক ট্র্যাভিস কেলস সম্পর্কেও নিজের মতামত জানিয়েছেন ট্রাম্প। কেলসের প্রশংসা করে ট্রাম্প তাঁর নোট লিখেছেন, ‘আমি সুইফটের প্রেমিক ট্র্যাভিসকে পছন্দ করি। যদিও সে (কেলস) একজন উদারপন্থী এবং সম্ভবত আমাকে সহ্য করতে পারে না!’
সুইফটের সাম্প্রতিক রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বেশ আলোচনা চলছে সামাজিক মাধ্যমে।