মৈমনসিংহ গীতিকার কাজলরেখা অবলম্বনে সরকারি অনুদানে ‘কাজলরেখা’ নির্মাণ করেছেন ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। মুক্তির আগে থেকেই আলোচনায় এই সিনেমাটি। এর মধ্যে বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করেও মুক্তি পিছিয়েছে সিনেমাটির। নতুন মুক্তির তারিখ হিসেবে ছবিটি আগামী বৈশাখে মুক্তি পেতে পারে।
আগামীকাল ১৪ ফেব্রুয়ারি ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্ট।
কনসার্টের খবরটি দিয়েছেন ইমন চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু পোস্টারের ছবি দিয়ে ইমন চৌধুরী লিখেছেন, “ঢাকার দেয়ালে নিজেদের পোস্টার দেখতে ভাল লাগে।
গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘কাজলরেখা’ সিনেমার দ্বিতীয় গান ‘হলুদ রে তুই’। ইমন চৌধুরীর সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী অন্তরা মন্ডল ও হুমায়রা ঈশিকা। এর আগে গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘কইন্যা আঁকে গো আলপনা’ গানটি।
কাজলরেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ।