ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা দারিউশ মেহেরজুই এবং তাঁর স্ত্রী ওয়াহিদে মোহাম্মদীফারকে হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। ইরানের বিচার বিভাগ সোমবার (১২ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে।
গত বছরের ১৪ অক্টোবর ইরানের রাজধানীর পশ্চিমে কারাজ নামক অঞ্চলে পরিচালকের নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার বিচার বিভাগের অনলাইন ওয়েবসাইটে জানানো হয়েছে যে, ‘কিসাস’ আইন হিসাবে পরিচিত প্রতিশোধমূলক ইসলামী আইন অনুসারে হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
দোষী সাব্যস্ত হওয়া সেই খুনিকে হামলার কয়েকদিন পরে গ্রেপ্তার করা হয়েছিল।
গত বছর নির্মাতা হত্যাকাণ্ড ছিল ইরানির অন্যতম আলোচিত এক ঘটনা। দেশের শিল্প ও সিনেমায় ব্যাপক অবদান রাখা এই নির্মাতার খুন শোকাহত করেছে দেশবাসী ও সংস্কৃতি অঙ্গনের সবাইকে। ৮৩ বছর বয়সে খুন হওয়া পরিচালক মেহেরজুই সত্তরের দশকের গোড়ার দিকে ইরানের চলচ্চিত্রে নতুন জাগরণ তৈরিতে বিরাট ভূমিকা পালন করেন। ছয় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে তার নির্মিত সিনেমাগুলোর বেশির ভাগেই মূলত বাস্তববাদের ওপর দৃষ্টি রেখে নির্মিত। তিনি ১৯৯৮ সালে শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে একটি সিলভার হুগো এবং ১৯৯৩ সালের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি গোল্ডেন সিশেল, আজীবন সম্মাননাসহ অসংখ্য পুরস্কার জিতেছেন।