গতকাল মুক্তি পেয়েছে শহীদ কাপুর এবং কৃতি শ্যানন অভিনীত সিনেমা ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’। সিনেমায় সিফরা নামের একটি রোবটের ভূমিকায় অভিনয় করেছেন কৃতি। আর এই রোবটের প্রেমে পাগল বিজ্ঞানী শহীদ কাপুর। সিনেমাটি মুক্তির পর দর্শক সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।
চলচ্চিত্র বাবাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’সিনেমাটি প্রথম দিনে সামগ্রিকভাবে বিশ্বব্যাপী আয় করেছে ১৪.৯২ শতাংশ। ভালোবাসা দিবসে এই সিনেমার আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, একই দিনে মুক্তি পেয়েছে মেগাস্টার রজনীকান্ত অভিনীত তামিল সিনেমা ‘লাল সালাম’।
‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন অমিত যোশি আর আরাধনা শাহর। এটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান, জ্যোতি দেশপান্ডে এবং লক্ষ্মণ উতেকর। ছবির কাহিনী মূলত রোবটিক্স কাহিনীকে ঘিরে। যেখানে একজন রোবটিক্স নারীর সাথে একজন মানুষের প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে।
‘লাল সালাম’স্পোর্টস-ড্রামা ঘরানার সিনেমা ।